স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে বুধবার সুপার টুয়েলভের ম্যাচে আগে ফিল্ডিং করবে সাকিব আল হাসানের দল। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ-ভারতের দেখা হয়েছে ১১ বার। যেখানে ভারত ১০ ম্যাচের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র একটি ম্যাচ। ২০১৯ সালের নভেম্বরে দিল্লিতে আকাশী নীলদের হারিয়েছে টাইগাররা। ৭ উইকেটের ওই হার বাদে প্রত্যেকবার জিতেছে ভারত, স্বাভাবিকভাবে বিশ্বকাপ আজকের ম্যাচে ফেভারিট তারা।
বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এদিকে ভারত বাদ দিয়েছে দীপক হুদাকে। তার জায়গায় একাদশে এসেছেন অক্ষর প্যাটেল।
বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
ভারত একাদশঃ কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আরশদীপ সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০