স্পোর্টস ডেস্ক:: সিরিজ জয় নিশ্চিত হলো না ভারতের। সফরকারীদের ওড়িয়ে দিয়ে সিরিজ সমতায় ফিরেছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় এক দিনের ম্যাচে রোহিত শর্মার দলকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জস বাটলারের দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা।
আগে ব্যাট করা ইংল্যান্ড ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় অলআউট হওয়ার আগে ২৪৬ রান তুলে। জবাবে খেলতে নামা রোহিত শর্মার ভারত ব্যাটারদের ব্যর্থতায় গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। তাতেই শতরানের বড় জয় পায় ইংলিশরা।
২৪৭ রানের টার্গেটে খেলতে নামা ভারত ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো দলটি ৩০ রান পেরুতেই হারায় ৪ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে মাত্র ১৪৬ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে সংগ্রহ করেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সূর্যকুমার যাদব। ২৩ রান আসে মোহাম্মদ শামির ব্যাট থেকে। ১৬ রান করেন বিরাট কোহলি। অন্য কোনো ব্যাটার এক অঙ্কের কোটা পেরুতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে রিসি টপলে ৬টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডও খুব ভাল শুরু পায়নি। দলীয় অর্ধশতকের আগেই প্রথম উইকেট হারানে দলটি এক ওভার হাতে রেখে ৪৯ ওভারে অলআউট হয় ২৪৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মঈন আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে ডেভিড উইলীর ব্যাট থেকে। ৩৮ রান করেন জনি বেয়ারস্টো। লিয়াম লিভিংস্টনের ব্যাট থেকে আসে ৩৩ রান।
ইংল্যান্ডের হয়ে চাহাল ৪টি, হার্দিক ও পান্ডিয়া ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০