স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরুর আগে আবারো আলোচনায় সেই কনস্টাস। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়ে ছিলেন, মারমুখী ব্যাটিংয়ে অল্পতেই পেয়ে ছিলেন বিশাল খ্যাতি।
ব্যাট হাতে আক্রমণাত্মক মেজাজের কারণে সহজেই নজড় কেড়েছেন ক্রিকেট বিশ্বের। ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে ৬০ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন। সিডনিতেও দারুণ শুরু করেছিলেন। সিরিজে ভারতীয় এক ক্রিকেটারের ধাক্কা কাণ্ডেও বেশ আলোচিত ছিলেন কনস্টাস।
অথচ সেই কনস্টাস এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থেকেও নেই। একাদশেই যে সুযোগ মিলছে না তার। গল টেস্ট সিরিজর শুরুর আগের দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ তেমনই ইঙ্গিত দিয়েছেন।
অজি অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গলে ইনিংস উদ্বোধনে দেখা যাবে উসমান খাজা ও ট্রাভিস হেডকে। ফলে একাদশে আর জায়গাই থাকছে না কনস্টাসের। অধিনায়ক স্মিথ বলেন, ‘ট্রাভ ওপরে (ওপেনিংয়ে) যাবে, এ ছাড়া বাকি সব একই থাকবে। আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হচ্ছে। ভারতে সে সুযোগ পেয়ে যে পারফরম্যান্স করেছে, তাতে নির্বাচকেরা সন্তুষ্ট। নতুন বলে চড়াও হয়ে সে দ্রুত রান তুলে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলছিল। এখানেও আমি সেটাই ভাবছি।’
কনস্টাস যে একাদশে থাকবেন না সেই ইঙ্গিত করে স্মিথ বলেন, ‘ও যদি না খেলে, তাহলে অনেক অনুশীলনের মধ্যে দিয়ে যাবে, উন্নতির জন্য যেটাও অনেক জরুরি। আমার ২০১৩ সালের ভারত সফরের কথা বলতে পারি, যে সিরিজের প্রথম দুটি টেস্টে আমি খেলিনি। নেট বোলারদের যে পরিমাণ বল আমি খেলেছি, তাতে অনেক কিছুতে আমি উন্নতি করতে পেরেছিলাম। ও খেলুক বা না খেলুক, এটা ওর জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে। কনস্টাস অনেক কিছু শিখতে যাচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০