ভারতকে টানা দুই ম্যাচে হারাল উইন্ডিজ

0
72

স্পোর্টস ডেস্কঃ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে এগিয়ে গেল উইন্ডিজ। ভারতকে আজ দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। গায়ানাতে আগে ব্যাট করে ১৫২ রান করে হার্দিক পান্ডিয়ার দল। জবাব দিতে নেমে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিকরা। এ জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রভম্যান পাওয়েলের দল।

ভারতের করা ১৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজ ৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। ২ চারে ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন আকিল হোসেন। ১ ছক্কায় ৮ বলে ১০ রান করেন আলজারি জোসেফ। এর আগে ৬ চার ও ৪ ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নিকোলাস পুরান।

প্রথম ওভারে ২ রানেই ২ উইকেট খোয়ানো উইন্ডিজ ম্যাচ জিতেছে পুরানের দারুণ ব্যাটে। দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন এই বাঁহাতি ব্যাটার। ফেরার আগে ১৯ বলে ২১ রান করেন ক্যারিবিয়ান অধিনায়ক পাওয়েল। ৬ ওভারে দরকার ২৭ রান, হাতে উইকেট ৫টি। এমন সমীকরণে দাঁড়িয়ে পরের ১২ বলে মাত্র ৩ রান তুলতেই স্বাগতিকরা হারায় আরও ৩ উইকেট।

কোনো বল খেলার আগেই রানআউট হয়ে যান রোমারিও শেফার্ড। জেসন হোল্ডারও থিতু হতে পারেন নি। শিমরন হেটমায়ার ২২ বলে ২২ রান করে ফিরলে বিপদ বাড়ে উইন্ডিজের। তবে অবিচ্ছিন্ন নবম উইকেটে ২৬ রান যোগ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আকিল ও জোসেফ। ভারতের হয়ে মুকেশ কুমার ৩.৫ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। চাহাল ৩ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নেন।

এর আগে ভারতের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন তিলক বর্মা। ভারতের জার্সিতে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টিতেই প্রথম ফিফটির দেখা পেলেন ২০ বছর বয়সী ব্যাটার। তাঁর ৪১ বলের ইনিংসটি সাজানো ৫ চার ও ১ ছক্কায়। ২৩ বলে ২৭ রান করেন ইশান কিশান। ১৮ বলে ২৪ রান আসে অধিনায়ক পান্ডিয়ার ব্যাট থেকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here