স্পোর্টস ডেস্কঃ বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম জুটির নতুন এক অধ্যায়ের সূচনা দেখা মিলেছে নিউজিল্যান্ড সিরিজেই। ঘরের মাঠে কিউইদের টেস্টে ৩-০’তে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। এবার জয়ের ধারাকে বাড়িয়ে নিল দলটি। টেস্টে অধিনায়ক হিসেবে বেন স্টোকস ও কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম আসার পর টানা চার ম্যাচের সবগুলোতেই জয়ের দেখা পেল ইংলিশরা।
ভারতের বিপক্ষে গেল বছরের স্থগিত সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এজবাস্টনে। আর যেখানে ভারতকেও নাকানি-চুবানি খাওয়ালো নতুন ইংল্যান্ড। ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতে ২-২ ব্যবধানে সিরিজ শেষ করল স্বাগতিকরা। জো রুট ও জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে পাত্তায়ই পায়নি যশপ্রীত বুমরাহর নেতৃত্বধীন ভারত।
ভারতের দেওয়া ৩৭৮ রানের মূল লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য ১১৯ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। আর হাতে ছিল ৭ উইকেট। সেখান থেকে ভারতের বোলারদের তুলোধুনো করে দিনের প্রথম সেশনেই মাত্র ১৯.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলে নেয় স্বাগতিকরা।
আর এতেই নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালে ৩৫৯ রান তাড়া করাই ছিল সর্বোচ্চ। আর সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ রান করার রেকর্ড এটি।
আগের দিন যখন ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন পার করে ইংল্যান্ড, তখনই আভাস মিলছিল এই টেস্ট জিততে চলেছে স্বাগতিকরা। জো রুট ও জনি বেয়ারস্টো সেই কাজটা করে দেখালেন পঞ্চম দিনে এসে। সেটাও দুর্দান্তভাবে। দুজনই হাঁকিয়েছেন সেঞ্চুরি। তাদের ২৬৯ রানের অবিচ্ছিন্ন এক জুটিতে ভর করেই মাত্র ৭৬.৪ ওভারেই জয়ের দেখা পায় ইংলিশরা।
ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি হাঁকিয়ে ১৭৩ বলে ১৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রুট। অপরদিকে উড়ন্ত ফর্মে থাকা বেয়ারস্টো ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ১৪৫ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কা হাঁকিয়ে ১১৪ রান করে অপরাজিত থাকেন। এর আগে অ্যালেক্স লিস ৫৬ ও জ্যাক ক্রাউলি ৪৬ রান করেন। তবে অলি পোপ ডাক মেরে ফিরে যান।
ভারতের হয়ে ২টি উইকেট শিকার করেন অধিনায়ক যশপ্রীত বুমরাহ।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ৪১৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। ঋষভ পন্ত ১৪৬ রানের ইনিংস খেলেন। তার সাথে ১০৪ রানের ইনিংস খেলে দলকে এই বড় সংগ্রহ এনে দিতে সহায়তা করেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন জেমস অ্যান্ডারসন। ম্যাথিউ পটস নেন ২টি উইকেট।
ম্যাচের দ্বিতীয় ও নিজেদের প্রথম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮৪ রানে গুঁটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জনি বেয়ারস্টো ১০৬ রানের ইনিংস খেলেন দলের পক্ষে। স্যাম বিলিংস করেন ৩৬ রান। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৪টি, যশপ্রীত বুমরাহ ৩টি উইকেট লাভ করেন।
পরবর্তীতে ম্যাচের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪৫ রানে গুঁটিয়ে যায় ভারত। সর্বোচ্চ ৬৬ রান করেন চেতেশ্বর পূজারা। ৫৭ রান আসে ঋষভ পন্তের ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক স্টোকস সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। স্টুয়ার্ট ব্রড ও ম্যাথিউ পটস ২টি করে উইকেট লাভ করেন।
এই ম্যাচ শেষে পাঁচ ম্যাচের সিরিজটি ২-২ সমতায় শেষ হলো। মাঝের এক ম্যাচ ড্র হয়েছিল। শেষটা দারুণ করে সিরিজ বাঁচিয়ে নিল ইংলিশরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা