ভারতকে পাকিস্তান, যুদ্ধে না ক্রিকেটে আসো

    0
    49

    স্পোর্টস ডেস্ক: আবারো আলোচনায় ভারত-পাকিস্তান। কাশ্মীর ইস্যু নিয়ে সরগরম ভারত-পাকিস্তানের রাজনীতি। সেই হাওয়া লেগেছে ভারত-পাকিস্তানের ক্রিকেটে। কাশ্মীর ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সঙ্গে আর কোন ক্রিকেট ম্যাচ না খেলার।

    সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানকর্তা অনুরাগ ঠাকুর বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে আর কোন দ্বি-পাক্ষিক সিরিজ খেলবো না। সেই পথে হাটেন সৌরভ গাঙ্গুলীও। তাদের কাশ্মীর ইস্যুতে পাকিস্তান বাড়াবাড়ি করছে। তাদের সাথে ভদ্রতা দেখিয়ে ক্রিকেট খেলা যাবে না।

    এবার পাকিস্তান-ভারত ক্রিকেট নিয়ে মুখ খোললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাঁদ। ভারতকে আহ্বান জানালেন যুদ্ধ নয়, চলে আসো ক্রিকেটে।

    সম্প্রতি আলোচনায় চলে এসেছে ভারত-পাকিস্তান সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজী না। আর তাতে প্রচণ্ড চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।

    ভারতের গণমাধ্যমেক দেওয়া সাক্ষাৎকারে জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘ভারত আমাদের সঙ্গে না খেললে আমরা জোর করবো না। তাই বলে ভারতীয় ক্রিকেট বোর্ড কি আমাদের মাথা কিনে নিয়েছে। বহু বছর ধরেই তো ভারত আমাদের সঙ্গে খেলছে না। তাতে কেউ ওদের সাধতে যাবে না।’

    মিয়াঁদাদ জানান, ‘টেস্টে আমরা বিশ্বের এখন এক নম্বর টিম। ভারত র‌্যাংকিংয়ে দুই। এবার সত্যিকারের এক কে, সেটা নিষ্পত্তির জন্য ভারত যদি খেলতে না চায়, ভালো কথা। তাতে আমাদের কিছু যায় আসে না।’

    দুই দেশের লিজেন্ড ক্রিকেটাররা এ ব্যাপারে বোর্ডকে কোনো উপদেশ কিংবা অনুরোধ করবে কি না এ বিষয়ে জানতে চাইলে মিয়াঁদাদ ক্ষোভ ঝেড়ে বলেন, ‘ক্রিকেটাররা কী করবে? এগুলো তো হচ্ছে রাজনীতিবিদদের থেকে। ক্রিকেটারের হাতে কিছুই করার নেই। ১৯৯২ সালে আমরা যখন বিশ্বকাপ ফাইনাল খেলছি, ভারত থেকে প্রচুর সাপোর্ট পেয়েছিলাম। এখন সমস্যা হলো আমাদের হাতে তো কিছু নেই। কে শুনছে আমাদের কথা? সব ঠিক করছে পলিটিশিয়ানরা। আর নিজেদের ধান্দার জন্য বিরোধটা জিইয়ে রাখছে।’

    মিয়াঁদাদ জানান, ‘ভারতীয় বোর্ডের কথা ছাড়ুন। চিরকাল নিজেদের ধান্দায় তারা পাকিস্তানকে ব্যবহার করেছে। পাকিস্তান সেখানে খেলতে গিয়েছে, তাদের বোর্ড আর্থিকভাবে লাভবান হয়েছে। হোম সিরিজ আয়োজন করে লাভবান হলেও ফিরতি সিরিজে তারা আসেনি। তারা পাকিস্তানে এসে খেলবে স্রেফ এই প্রতিশ্রুতি পেয়েই পাকিস্তান সেখানে খেলতে গিয়েছিল। কিন্তু, কোথায় কী? পাকিস্তানে আসা তো দূরে থাক, ভারত দুবাইয়ে গিয়ে খেলতেও যেতে রাজি হয়নি। আজও তারা বলছে খেলবে না। এটা আর নতুন কথা কী? তারা তো বহু বছরই আমাদের বিপক্ষে খেলছে না। তারা যখন নিজেদের দেশে ওয়ার্ল্ড কাপ করছে, তখন পাকিস্তানকে ব্যবহার করছে। আর ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলেই আমাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে।’

    মিয়াঁদাদ আরও যোগ করেন, ‘ক্রিকেট দিয়েই দু’দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে। যুদ্ধ করে কোনো লাভ নেই। যুদ্ধের পরিণতি ভয়ঙ্কর। আমার মতে দু’দেশের মধ্যে দুটো প্রীতি ম্যাচ হোক। সেটা ওয়ানডে হতে পারে আবার টি-টোয়েন্টিও হতে পারে। একটা ম্যাচ হবে পাকিস্তানে, আর একটা হবে ভারতে। কিন্তু দু’দেশেই হতে হবে। ভারতীয় বোর্ডের চিরাচরিত ব্যবহার চলবে না। একবার আমরা যাব, একবার ভারত আসবে। আমার স্লোগান- যুদ্ধে যেও না, ক্রিকেটে ফেরো।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here