স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপের বড় চমক যুক্তরাষ্ট্র। আইসিসির সহযোগী সদস্য দেশটি টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে। পাকিস্তানকে হারিয়ে বড় বিস্ময় উপহার দিয়েছে স্বাগতিকরা। এবার তাদের লক্ষ্য ভারতকে হারানো। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্রকে জেতানোরনায়ক অ্যারন জোন্স। দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চও দেখেছে ক্রিকেট বিশ্ব। স্বাগতিকদের এই তারকা এবার জানিয়েছেন, ভারতের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবেন তারা।
প্রতিপক্ষ কে সেটা না ভেবে স্বাভাবিক ম্যাচ হিসেবেই খেলবে যুক্তরাষ্ট্র। অ্যারন জোন্স নিজেদের এমন ভাবনার কথাই জানিয়েছেন। তিনি বলেন, ‘এটাকে স্বাভাবিক ম্যাচ হিসেবেই দেখবো। আমরা জানি ভারত ভালো দল, কিন্তু আমরা আগেও ভালো দলকে হারিয়েছি। এটাকে সত্যি বলতে সাধারণ একটা ম্যাচ হিসেবই দেখবো- কোনো নাম বা দলের বিপক্ষে খেলছি এমন না।’
ভারতক বড় দল বলে ভয় পাচ্ছেন না জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি ছোট থেকে যখন বড় হয়েছি, সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলবো। এখন সেটার সুযোগ পাচ্ছি। আমি তাই মুখিয়ে আছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি, সেটা আমার কাছে অনুপ্রেরণার, এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে ভয় পাচ্ছি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post