স্পোর্টস ডেস্ক:: ছিলেন ভারতীয় যুব দলের বিশ্বকাপ জেতা অধিনায়ক। আইপিএলও খেলেছেন ভারতের হয়ে। তবে এবার আইপিএল খেলবেন যুক্তরাষ্ট্রের হয়েই। উন্মুক্ত চাঁদ আইপিএলের এবারের নিলামে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে। নয় বছর পর আইপিএলে তিনি ফিরছেন জন্মভূমি ভারতের পরিবর্তে যুক্তরাষ্ট্রের পরিচয় নিয়ে।
উন্মুক্ত চাঁদকে একটা সময় ভারতীয় ক্রিকেটের বড় তারকা ধরা হয়েছিলো। তুলনা করা হয়েছিলো বিরাট কোহলির সঙ্গে। কারণ অধিনায়ক হয়ে অূনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বিরাট কোহলি আসেন আলোচনায়। এরপর থেকে তিনিতো ভারতীয় দলের বড় তারকা। উন্মুক্ত চাঁদও অধিনায়ক হিসেবে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে ছিলেন। তার মাঝেও বিরাটের মতো বড় তারকার ছাঁয়া দেখছিলেন অনেকে।
২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর আইপিএলেও খেলেন চাঁদ। তবে নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি। বড় তারকা হয়ে উঠতে পারেননি। একটা সময় আইপিএলে দল হারান। জায়গা হারান ভারতীয় দলগুলোতে। নিজে টিকমতো সুযোগ পাচ্ছেন এমন দাবি করে ভারতের নাগরিকত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চাঁদ। স্বপ্ন দেখেন দেশটির হয়ে বিশ্বকাপ খেলার।
দেশ বদলিয়ে আন্তর্জাতিক জার্সিতে ভাগ্য বদলাতে পারেননি চাঁদ। যুক্তরাষ্ট্রের মাটিতে সর্বশেষ টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দলে সুযোগ পাননি তিনি। বিশ্বকাপের পরও যুক্তরাষ্ট্র জাতীয় দলে চাঁদের সুযোগ মেলেনি। তিনি যে হতাশ হন সেটাও গোপন রাখেননি।
তবে দেশটির নাগরিকত্ব নিয়ে মেজর লিগ ক্রিকেটে নিয়মিত খেলছেন চাঁদ। সর্বশেষ আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ৬ ম্যাচে ১৫৮ রান করেছিলেন এই ক্রিকেটার। এবার আগামি আইপিএলের নিলামে নাম দিয়েছেন তিনি। আগামি ২৪ ও ২৫ ডিসেম্বর সৌদী আরবের জেদ্দায় হবে আইপিএলের মেগা নিলাম। উন্মুক্ত চাঁদ দল পাবেন কিনা সেটি যদিও প্রম্ন সাপেক্ষ।
চাঁদের আইপিএলে অভিষেক হয় মাত্র ১৮ বছর বয়সে। ২০১১ সালের খেলেছেন প্রথমবার। সর্বশেষ আইপিএল খেলেছেন ২০১৬ সালে, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। তাঁর আইপিএলে খেলা সর্বশেষ ইনিংসে করেছেন শূন্য। সব মিলিয়ে আইপিএলে ডানহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ২০ ইনিংস, ১০০ স্ট্রাইক রেটে রান করেছেন মাত্র ৩০০।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র/ডেস্ক/০০