ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল উইন্ডিজ

0
48

স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করল। উইন্ডিজ। ১৭ বছর পর ভারতকে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে পরাস্ত করল ক্যারিবিয়ানরা। ফ্লোরিডায় গতরাতে সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের ১৬৫ রান অনায়াসেই টপকে গেছে রভম্যান পাওয়েলের দল। ম্যাচ জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিল স্বাগতিক উইন্ডিজ। এরপর সিরিজে ঘুরে দাঁড়ায় ভারত। টানা দুই ম্যাচ জিতে সমতায় ফেরে ম্যান ইন ব্লুরা। সুযোগ ছিল টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড গড়ার। তবে সেটা হতে দেননি ক্যারিবীয় ব্যাটসম্যান ব্রেন্ডন কিং। বল হাতে রোমারিও শেফার্ডের পর ব্যাট হাতে ঝড় তোলেন কিং।

লাডারহিলে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা একদমই ভালো হয়নি। দুই ওপেনার শুভমান গিল ও ইয়াসভি জসওয়াল আউট হন সিঙ্গেল ডিজিটে। দুজনকেই ফেরান স্পিনার আকিল হোসেন। সেখান থেকে দলকে টেনে তোলেন সূর‌্যকুমার যাদব ও তিলাক ভার্মা। সূর‌্যকুমার দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬১ রান করেন। এছাড়া তিলাকের ব্যাট থেকে আসে ২৭ রান।

এ দুই ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফেরার পর ভারতের ইনিংস টানতে পারেননি কেউ। হতাশ করে আউট হন সানজু স্যামসান (১৩), হার্দিক পান্ডিয়া (১৪) ও অক্ষর পাটেল (১৩) । মূলত শেষ দিকে দারুণ বোলিংয়ে ভারতের ব্যাটসম্যানদের আটকে রাখেন শেফার্ড। তার ৪ উইকেট বাদে ২টি করে উইকেট নেন আকিল হোসেন ও জেসন হোল্ডার। ১ উইকেট পান রোস্টন চেজ।

রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে উইন্ডিজ। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারালেও নিকোলাস পুরানকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন কিং। পুরান ব্যক্তিগত ৪৭ রানে কাটা পরলেও, অপরপ্রান্তে বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন ওপেনার কিং। শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এই ডানহাতি ব্যাটার অপরাজিত ছিলেন ৮৫ রানে। কিংয়ের ইনিংসটি সাজানো ছিল ছয়টি ছক্কা ও ৫টি চারের মার।

এছাড়াও শাই হোপ শেষে নেমে ১৩ বল খেলে অপরাজিত ছিলেন ২২ রানে। ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে আউট হওয়া পুরানের ব্যাটে ছিল ৪ ছক্কা ও ১ চারের মার। ৮ উইকেট ও ১২ বল হাতে রেখে জয় তুলে নেয়ার পাশাপাশি সিরিজটিও নিজেদের করে নেয় ক্যারিবীয়রা। ঝড়ো ইনিংস খেললেও ম্যাচ সেরার পুরস্কার গিয়েছে শেফার্ডের হাতে। আর সিরিজ সেরা হয়েছেন পুরান। পুরো সিরিজ জুড়ে দারুণ ব্যাটিংয়ে মোট ১৭৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here