ভারতকে হারিয়ে সমতায় ফিরলো নিউজিল্যান্ড

0
0

স্পোর্টস ডেস্ক: ভারতের  ওয়ানডে সিরিজ জমিয়ে তুলেছে সফরকারী নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।

বুধবার চতুর্থ একদিনের ম্যাচে ভারতকে ১৯ রানে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সেই সঙ্গে  ২-২ ব্যবধানে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। সিরিজে সমতায় থাকায় এখন পঞ্চম ম্যাচটি হয়ে উঠবে রোমাঞ্চকর। যারা জিতবে শেষ ম্যাটি তারাই হবে সিরিজ জয়ী।

বুধবার রাঞ্চিতে টসে জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল সর্বোচ্চ ৭২ রান করেন। এছাড়া কেন উইলিয়ামসন ৪১, টম লাথাম ৩৯ এবং রস টেইলর করেন ৩৫ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন অমিত মিশ্রা। এছাড়া উমেশ যাদব, ধাওয়াল কুলকার্নি, হার্দিক পান্ডে এবং অ্যাক্সার পেটেল প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।

১৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। তবে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দারুণভাবেই এগিয়ে যাচ্ছিলেন আজিঙ্কা রাহানে। কিন্তু এই দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলেই যেন খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। রাহানে অর্ধশতক (৫৭) পূর্ণ করতে পারলেও ৪৫ রানে থেমে যায় কোহলির ইনিংস। এরপর আর কোন ব্যাটসম্যান খুব সুবিধে করতে না পারলে ৪৮.৪ ওভারে ২৪১ রানেই থেমে যায় ভারতের ইনিংস। অ্যাক্সার পেটেল ৩৮ এবং ২৫ রান করে অপরাজিত ছিলেন ধাওয়াল কুলকার্নি।

ভারতকে ২৪১ রানে থামাতে নিউজিল্যান্ডের বোলিং বিভাগকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন টিম সাউদি। ৯ ওভার বল করে ৪০ রান দিয়ে তিনি একাই নিয়েছেন ৩ উইকেট। ট্রেন্ট বোল্ট ও জেমস নিশাম উভয়ই ২টি করে উইকেট লাভ করেন।

ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ৭২ রান করে দলকে সঠিক পথ দেখানোর নায়ক মার্টিন গাপটিল। আগামী ২৯ অক্টোবর সিরিজ নির্ধারিণী শেষ ও পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here