ভারতকে হুমকি দিয়ে রাখলেন আফ্রিদি

0
28

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ সুপার ফোর পর্বে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত-পাকিস্তান। রোববার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া কথা রয়েছে দুই পরাশক্তির মধ্যকার ম্যাচটি। খারাপ আবহাওয়ার কারণে অবশ্য হঠাৎ করেই এ ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচের একাদশ একদিন আগে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে চলতি আসরে এখন পর্যন্ত খেলা সবকটি ম্যাচের একাদশ একদিন আগে ঘোষণা করে তারা। এবারও তার ব্যতিক্রম হয় নি। রোববারের ম্যাচের একাদশ শনিবারই ঘোষণা করেছে পিসিবি।

এদিকে চলতি আসরে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে নিজেদের প্রথম ইনিংস ব্যাট করে পেরেছিল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই ম্যাচে পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে ভারত। বিশেষ করে শাহিন আফ্রিদির কোনো জবাব দিতে পারে নি ভারতের টপ অর্ডার।

ভারতের বিপক্ষে আফ্রিদি নিয়েছিলেন ৩৫ রানে ৪ উইকেট। আজ সুপার ফোরের লড়াই শুরুর আগে হুংকার দিয়ে রাখলেন বাঁহাতি এই পেসার। আফ্রিদি বলেছেন এটা কেবল শুরু। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এই পেসার বলেছেন, তাঁর সেরাটা আসছে। ভারতকে হুমকি দিয়ে রাখলেন আফ্রিদি!

আফ্রিদি বলেন, ‘ভারতের সঙ্গে প্রতিটি ম্যাচই বিশেষ, অনেক মানুষের চোখ থাকে এই ম্যাচে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলার আগে থেকে ভক্ত হিসেবে এই ম্যাচটার জন্য অপেক্ষা করতাম। বলতে পারছি না, এটাই (ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে) আমার সেরা স্পেল কি না। এটা মাত্রই শুরু, সেরাটা আসছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here