স্পোর্টস ডেস্ক:: বিশেষ প্রতিভা সম্পন্ন ১৯ তরুণ ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করছে ভারতীয় বোর্ড বিসিসিআই। সারা দেশের বাছাই করা সেরা প্রতিভাবান ১৯ ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারতের এই বিশেষ ক্যাম্পে।
পারফরম্যান্স ভালো এবং সম্ভাবনাময় এমন ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে এই ক্যাম্পের জন্য। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিন সপ্তাহের ক্যাম্প করবেন এই ক্রিকেটাররা। একাডেমির প্রধান কোচ ভিভিএস লহ্মণের অধীতে তারা তৈরি হবেন আগামির জন্য।
এই ক্যাম্পে সুযোগ পেয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। প্রথমবারের মতো বিসিসিআইয়ের বড় কোনো আয়োজনে সুযোগ পেলেন শচীন পুত্র।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বহুমাত্রিক গুন সম্পন্ন এসব তরুণ ক্রিকেটারদের বিশেষ এই ক্যাম্পে গড়ে তুলা হবে আগামি দিনের জন্য। যাতে দ্রুত অলরাউন্ডার হিসেবে অভিজাত স্তরে রূপান্তর হন তারা। যেনো ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ হয়ে উঠেন।
মূলত দুই কারণে ভারতীয় বোর্ডের এমন উদ্যোগ। চলতি বছরেই দেশটিতে ইমার্জিং এশিয়া কাপ অনুষ্টিত হবে। এছাড়াও জাতীয় দলের পাইপলাইন আরো শক্তিশালী হবে। ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লহ্মণই এমন উদ্যোগ নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post