স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেটে আইপিএল নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। অনেকেই বলছেন, আইপিএলের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ক্রিকেট। কারণ ক্রিকেটাররা টাকার খেলা আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন। তাদের কাছে এখন জাতীয় দলের চেয়ে আইপিএলই গুরুত্বপূর্ণ।
আইপিএল চলার সময় কোনো ক্রিকেটারই বিরতি নেন না। বিশ্রামে যেতে চান না। অথচ জাতীয় দলের খেলা হলেই তারকা ক্রিকেটাররা বিশ্রাম চান। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহদের নিয়ে তাই সমালোচনা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ড সিরিজেও তাই। এরপর ক্যারিবিয়ান সিরিজেও বেশ কয়েকজন বিশ্রাম চেয়ে ছিলেন। জিম্বাবুয়ে সিরিজেও চেয়েছেন। এ নিয়ে ক্ষুব্ধ গাভাস্কার বলছেন, ক্রিকেটাররা আইপিএলের সময় বিশ্রাম চান না কেন?
ক্রিকেটারদের সমালোচনা করে গাভাস্কার বলেন, ‘ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায় বিশ্বাসী নই আমি। আইপিএলের সময় তো কেউ বিশ্রাম চায় না। তা হলে ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাইবে? ভারতের হয়ে খেলতেই হবে। বিশ্রামের কথা বলাই উচিত নয়। টি-২০ ক্রিকেটেতো মাত্র ২০ ওভারের একটা ইনিংস খেলতে হয়। তাতে শরীরে কোনোও প্রভাব পড়বে না। টেস্ট ম্যাচে শরীর এবং মন, দুটোতেই চাপ পড়ে। সেটা বুঝতে পারি, কিন্তুু টি-২০ বিশ্রাম নেওয়ার কী অর্থ?’
বিশ্রামের ব্যাপারে ভারতীয় বোর্ড বিসিসিআইকে ‘কঠোর হতে হবে জানিয়ে গাভাস্কার বলেন, ‘এই বিশ্রাম নেওয়ার ব্যাপারে বোর্ডের ভাবা উচিত। গ্রেড ‘এ’ ক্রিকেটাররা প্রচুর টাকা পায়। কোনও সংস্থার সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টর এত ছুটি নেয়? ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি পেশাদার হওয়া উচিত। বিশ্রাম নিতে হলে প্রাপ্য অর্থও কম নিতে হবে। এবার তুমি খেলতে না চাইলে বিশ্রাম নাও। কিন্তুু কেউ কী করে বলতে পারে যে সে ভারতের হয়ে খেলবে না। আমার কাছে বিষয়টা পরিস্কার নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০