স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের নতুন প্রধান নিয়োগ করা হয়েছে। প্যানেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান এমকেএস প্রসাদ।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ৮৭তম বার্ষিক সভায় সন্দীপ পাতিলের উত্তরসূরি হিসেবে প্রসাদকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
এর আগে গত বছরের নভেম্বরে পাতিলের অধীনে নির্বাচক প্যানেলেও কাজ করেছিলেন প্রসাদ। তবে এবার তারই অধীনে পাঁচ সদস্যের কমিটিতে অন্যরা হলেন, সারানদীপ সিং, গগন খোদা, দিভাং গান্ধি ও জতিন পরানজিব।
আগামী ৯ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ঘরের মাঠে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের সময়ই নিজেদের প্রথম কাজ শুরু করবেন প্রসাদের অধীনে প্যানেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০