ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাংক হিসাব বন্ধ

0
13

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিসআই এর ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। লোধা কমিশনের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ব্যাংক হিসাব আটকে দেয়া হয়েছে।

জানা যায়, মহারাষ্ট্র ও ইয়েস ব্যাংকে লোধা কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিসিসিআই’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দেওয়া হয়। ৮০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে প্রথমবারের মতো এমন সংকটে পড়লো বিসিসিআই। মূলত, বোর্ড সংস্কারে গত জুলাই মাসে দেয়া ভারতের সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে লোডা কমিশনের সুপারিশগুলো পুরোপুরি বাস্তবায়ন না করার কারণেই দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত।

এমন পদক্ষেপে চলমান নিউজিল্যান্ড সিরিজ নাকি অনিশ্চয়তার মুখে! বিসিসিআই’র একজন কর্মকর্তা এনডিটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জোর দিয়েই বলেছেন, অর্থ না থাকলে কিউইদের বিপক্ষে সিরিজ স্থগিত করার বিকল্প নেই। তবে দলের খেলোয়াড়রা যদি বিনা পারিশ্রমিকে খেলতে রাজি থাকে তবে খেলা চালিয়ে যেতে আপত্তি নেই বলেও জানান তিনি।

অন্যদিকে, লোধা কমিশনের প্রধান ভারতের সাবেক প্রধান বিচারপতি আরএম (রাজেন্দ্র মাল) লোধার ভাষ্য অনুযায়ী, যে চিঠিতে ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে নাকি পরিষ্কারভাবে লেখা, দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অর্থ খরচ করা যাবে। শুধামাত্র বড় ধরনের অর্থ স্থান্তারের ওপরই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর খেলোয়াড়দের বেতন, সিরিজ পরিচালনা বোর্ডের দৈনন্দিন কার্যক্রমের অংশ বলেও তিনি পরিষ্কার করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here