স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দিন পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন গৌতম গম্ভীর। লোকেশ রাহুলের ইনজুরির সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দু’টি টেস্টের জন্য ডাক পেয়েছেন তিনি।
গৌতম গম্ভীর ২০১৪ সালে সর্ব শেষ টেস্ট খেলেন। ওই বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্ট ছিল গম্ভীরের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে।
কানপুরে ভারতের ৫০০তম টেস্টে (২২-২৬ সেপ্টেম্বর) ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগেন ২৪ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রাহুল। দলের ১৯৭ রানের দাপুটে জয়ে দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩২, ৩৮। এখন পর্যন্ত ৯ টেস্টে তিনটি শতকের সাহায্যে ৫৬২ রান করেছেন তিনি।
শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় টেস্ট শুরু হবে। সিরিজ বাঁচাতে এ ম্যাচে কিউইদের জয় কিংবা ড্রয়ের বিকল্প নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০