স্পোর্টস ডেস্ক: কিছু দিন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। আর ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মা।
টেস্ট দলের নিয়মিত পেসার ইশান্ত শর্মাকে প্রথম ম্যাচে পাচ্ছে না স্বাগতিকরা। অসুস্থতাজনিত কারণে কানপুর টেস্টে দলের বাইরে থাকবেন ২৮ বছর বয়সী এ ডানহাতি ফাস্ট বোলার।
আগামি বৃহস্পতিবার প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০