স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন পেসার ভুবেনেশ্বর। কাঁধের ইনজুরির কারণে ইনদোরে নিউজল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শারদুল ঠাকুর।
ইডেন টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট সহ মোট ছয় উইকেট নেন ভুবেনেশ্বর। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।
ভুবেনেশ্বরের ইনজুরিতে দলটির পেস বোলিং ডিপার্টমেন্ট কিছুটা পিছিয়ে গেছে।
ভুবেনেশ্বরের পরিবর্তে জাতীয় দলে সুযোগ পাওয়া ঠাকুর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেননি। প্রথম দুই টেস্ট জিতে ভারত ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০