স্পোর্টস ডেস্কঃ চূড়ান্ত হলো ভারতের আয়ারল্যান্ড সফরের সূচি। অগাস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ইউরোপের দেশটি সফর করবে দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে গড়া ভারত দল। এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড এই সিরিজের সময়সূচি জানিয়েছে। তিন ম্যাচের সিরিজটি হবে মালাহাইডে।
আয়ারল্যান্ড-ভারতের মধ্যকার সিরিজ শুরু হবে ১৮ অগাস্ট। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম ভারত সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, দর্শকদের বিনোদনের জন্য এই সিরিজে ম্যাচ বাড়ানো হয়েছে। অর্থাৎ সবশেষ সিরিজটি ছিল দুই ম্যাচের। এবার যুক্ত করা হয়েছে বাড়তি আরেক ম্যাচ।
এদিকে আয়ারল্যান্ডে ভারতের অধিনায়কত্ব করবেন পেসার জাসপ্রিত বুমরাহ। সোমবার বিসিসিআই এক বিবৃতিতে ডানহাতি এই বোলারকে অধিনায়ক ঘোষণা করেছে। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে ভারত দলে ফিরেছেন তারকা এই পেসার। বুমরাহ শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে।
হায়দরাবাদে অনুষ্ঠিত বুমরাহ’র খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে তিনি ছিলেন বেজায় খরুচে। লাগামহীন বোলিংয়ে ৪ ওভারে দিয়েছিলেন ৫০ রান। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল ভারত। সেই ম্যাচের পর দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন তিনি। এবার ফিরলেন নেতা হয়ে।
ভারতের দল-
জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড (সহ-অধিনায়ক), ইয়াসভি জায়সাওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণই, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আভেস খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post