স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের আম্পায়ার তানভীর আহমদ এবার আর ভারত সিরিজে ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন না। ভারতীয় দলের অভিযোগ উঠার পর এবার এই আম্পায়ারকে দায়িত্বে রাখেনি বিসিবির আম্পায়ার্স কমিটি।
৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারত নারী দল। স্বাগতিক বাংলাদেশ নারী দলের বিপক্ষে সিলেটে সিরিজ খেলবে প্রতিবেশি দেশটি।
গত জুলাইয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছিলো ভারত নারী দল। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর অভিযোগ করেন তানভীরের আম্পায়ারিং নিয়ে। এমনকি মাঠেই তিনি প্রতিক্রিয়া দেখান। ব্যাট দিয়ে স্ট্যাম্পে বাড়ি মারেন। কটু কথা বলেন। পুরস্কার বিতরণীতেও প্রকাশ্যে অভিযোগ তুলেন।
এরপর আইসিসি ভারতীয় অধিনায়ককে আচরণ লঙ্গনের অভিযোগ দুই ম্যাচ নিষিদ্ধ করে। এবার তাই টি-২০ সিরিজে তানভীরকে কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব দিচ্ছে না বিসিবি।
ভারতের আগের বছরে তৃতীয় ওয়ানডের ৩৪তম ওভারে বিতর্কিত ঘটনাটি ঘটে। নাহিদা আক্তারের ঘূর্ণিতে সুইপ করতে চেয়েছিলেন হারমনপ্রীত। টাইমিং মিস করেন তিনি, বল গ্লাভস-প্যাডে লেগে চলে যায় স্লিপে। ক্যাচ ধরেন ফাহিমা খাতুন। ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে তানভীল আহমদ হারমনপ্রীতকে আউট দেন।
আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন ভারতীয় অদিনায়ক। আউটের পর রাগান্বিত হয়ে স্টাম্পে আঘাত করেন। আম্পায়ারের দিকে লক্ষ্য করে উত্তপ্ত প্রতিক্রিয়া দিতে দেখা যায় তাকে। হেলমেট-ব্যাট হাতে নিয়ে ড্রেসিংরুমে যাওয়ার পথেও তাকে বেশ ক্ষিপ্ত দেখাচ্ছিল।
পুরস্কার বিতরণীতে ক্ষুব্ধ হয়ে হারমনপ্রীত কৌর বলেন,‘এই ম্যাচ থেকে আমাদের অনেক শেখার আছে। যে ধরনের আম্পায়ারিং হয়েছে, বিস্ময়কর। পরেরবার আমরা যখন বাংলাদেশে আসব, তখন আমাদের এটি নিশ্চিত থেকেই আসতে হবে যে এমন আম্পায়ারিং হতে পারে এবং আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post