স্পোর্টস ডেস্কঃ এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জিতে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। জাসপ্রিত বুমরাহ’র দলকে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এর ফলে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে।
প্রথম ইনিংসে ভারত ৪১৬ রান তুলেছিল। ইংল্যান্ডকে ২৮৪ রানে অলআউট করে দিয়ে প্রথম ইনিংসে এগিয়ে ছিল তারা ১৩২ রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান তুলতে পারে ভারত। চেতেশ্বর পূজারা সর্বোচ্চ ৬৬ রান করেন আর পন্ত করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান।
দ্বিতীয় ইনিংসে আরও বেশি আক্রমণাত্মক খেললে ইংল্যান্ডের জন্য লক্ষ্যটা আরও বেশি হতে পারতো বলে মনে করেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘আমি মনে করি, দ্বিতীয় ইনিংসে ভারত আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারতো। ইংল্যান্ডকে ম্যাচের বাইরেই নিয়ে যেতে পারতো। সেটি না করতে পারা ছিল বেশ হতাশারই। ভারতের আরও দুই সেশন ব্যাটিং করা উচিত ছিল। তারা খু্বই রক্ষণাত্মক ব্যাটিং করেছে। তারা ছিল নির্জীব, বিশেষ করে মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংটা ছিল খুবই হতাশার ।’
ইংল্যান্ডের বিপক্ষে এই হারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৩ নম্বর থেকে ভারত নেমে গেল চারে। তিনে উঠে এল পাকিস্তান। ১২ ম্যাচে ৬ জয়, ৪ হার ও ২ ড্রতে ৭৭ পয়েন্ট ও জয়ের শতকরা ৫৩.৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ভারত। আর ১৬ ম্যাচে ৫ জয়, ৭ হার ও ৪ ড্রতে ৬৪ পয়েন্ট ও জয়ের শতকরা ৩৩.৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম দল ইংল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০