ভারতের কন্ডিশন পাকিস্তানের মতোই মনে হয়েছে- শাদাব

0
36

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হারের লজ্জা পায় পাকিস্তান। হায়দ্রাবাদে হারের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন দলটির অলরাউন্ডার শাদাব খান। ম্যাচ শেষে তিনি জানান, ভারতের কন্ডিশন পাকিস্তানের মতোই।

শাদাব বলেছেন, ‘ভারতের কন্ডিশন এখন পর্যন্ত পাকিস্তানের মতোই মনে হয়েছে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে, এমনকি আমাদের মনে হয়েছে যে রাওয়ালপিন্ডিতে খেলছি। আমি মনে করি, যে দলের বোলিং ভালো, তারাই এখানে বিশ্বকাপ জিতবে। কারণ, এখানকার কন্ডিশনে ফ্ল্যাট উইকেট থাকবে এবং বাউন্ডারি ছোট।’

পাকিস্তানের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে শাদাব বলেন, ‘আমাদের বিশ্বমানের বোলার আছে। আমি মনে করি, চ্যাম্পিয়ন হতে হলে আমাদের বোলারদের সত্যিকার অর্থে খুব ভালো বোলিং করতে হবে। নিজের ফর্ম নিয়ে তিনি বলেছেন, ‘আমার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। তবে (এশিয়া কাপের পর) আমি অনেক বিশ্রাম নিয়েছি। অনেক ক্রিকেট খেললে আপনি মানসিক দিক থেকে একটু বিধ্বস্ত থাকবেন এবং পারফর্ম করতে পারবেন না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here