স্পোর্টস ডেস্ক:: যুক্তরাষ্ট্রের কাছে হারের পর ভারতের কাছেও হারতে হলো পাকিস্তানকে। এই হারে সুপার এইটে উঠা অনিশ্চিত হয়ে গেলো দলটির। টানা দুই হারে পয়েন্ট টেবিলে যুক্তরাষ্ট্রেরও পেছন বাবর আজমের দল।
ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যও টপকাতে পাারেনি বাবরের দল। বুমহরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৩ রানে থেমে পাকিস্তানের ইনিংস। ৬ রানের দারুণ জয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের করা ১১৯ রান টপকাতে ব্যাটিংয়ে নেমে ভারতের চেয়ে ভালো শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটি থেকেই দলটি তুলে নেয় ২৬ রান। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে বাবরের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। পাকিস্তান অধিনায়ক ১৩ রান করেন।
উদ্বোধনী জুটি ভেঙে দেওয়ার পরই চেপে ধরেন ভারতীয় বোলাররা। রানের চাকাও অচলও হয়ে পড়ে পাকিস্তানের। ওপেনার রিজওয়ান ছাড়া লড়াই করতে পারেননি কেউ্। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করতে ৪৪ বল খেলেন তিনি। ১৫ রান করেন ইমাদ ওয়াসিম। ১৩ রান করেন উসমান খান। নাসিম শাহ ১০ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান সাত উইকেটে ১১৩ রানে থামে।
ভারতের হয়ে বুমরাহ ৩টি ও পান্ডিয়া ২টি করে উইকেট লাভ করেন্।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৮ রান তুলে ভারত। এরপর বৃষ্টির কারণে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামার পর ব্যাট করতে নেমে পাক পেসারদের তোপের মুখে পরে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতের তারকা ব্যাটার নাসিম শাহকে প্যাভিলিয়নে ফেরান কোহলি।
পরের ওভারে রোহিতকে আউট করেন শাহিন আফ্রিদি। দলীয় ১৯ রানে ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এই দুই ওপেনারের বিদায়ের পর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে পন্থ। এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ৩৯ রানের জুটি। দলীয় ৫৮ রানে ২০ রান করে আউট হন অক্ষর। তাঁর বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় ভারত।
সূর্যকুমার যাদব ও শিভম দুবে দ্রুত প্যাভিলিয়নে ফিরলে আরও চাপে পড়ে ভারত। দলীয় ৯৬ রানে ৩১ বলে ৪২ রান করে আউট হন পন্থ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয় ভারত।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ ৩টি করে, মোহাম্মদ আমির ২টি ও শাহিন আফ্রিদি নিয়েছেন ১টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post