স্পোর্টস ডেস্ক:: অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর নিশ্চিত করা বালাদেশ ভারতের কাছে হেরে শুরু করলো সুপার ফোরের যাত্রা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে সুপার ফোরে ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে।
কুয়ালালামপুরে আগে ব্যাট করা বাংলাদেশ মাত্র ৪০ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ভারত ৪৭ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ৮০ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১৪ রান করেন ইভা। ১০ রান করে আসে ফাহমিদা ও নিশিতার ব্যাট থেকে। ১১ রান করে অপরাজিত থাকেন হাবিবা। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
ভারতের হয়ে আয়েশা শুকলা তিনটি ও স্বনাম যাদব দু’টি করে উইকেট লাভ করেন।
মাত্র ৮১ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারত তৃষা ও নিকির ব্যাটে ১২.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। হাফ সেঞ্চুরি করেন ওপেনার তৃষা। ৪৬ বলের ইনিংস সাজান তিনি ১০টি চারে। তার সঙ্গে অপরাজিত থাকেন ২২ রান করা অধিনায়ক নিকি। ১৪ বলের ইনিংস সাজিয়েছেন তিনি এক চার ও দুই ছক্কায়।
বাংলাদেশের হয়ে আনিসা আক্তার দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০