ভারতের ক্রিকেটারদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি চান শাস্ত্রী

0
54

স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা এখানে খেলে থাকেন। আইপিএলকে অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশেই এখন আছে ফ্র্যাঞ্চাইজি লিগ। আর সেখানে দল কিনেছে আইপিএলেরই ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

আর এখন সেই ফ্র্যাঞ্চাইজি মালিকরা বিভিন্ন দেশের ক্রিকেটারদের প্রস্তাব দিচ্ছে সারা বছরের জন্য চুক্তি করার। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জাতীয় দলের চুক্তি ছেড়ে সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার প্রস্তাব দিচ্ছে। অনেকটা ফুটবলের মডেল হয়ে যাচ্ছে। যদি ক্রিকেটে এমনটা চলে, তবে আন্তর্জাতিক ক্রিকেটে আগ্রহ হারাবে সবাই।

যদি আন্তর্জাতিক ক্রিকেটে আগ্রহ হারায় সবাই, এতে ক্ষতি হবে ভারতের ক্রিকেটেরও। কেননা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের। আর সেজন্য বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ভারতীয় ক্রিকেটারদের অনুমতি চান ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে ক্রিকেট যেদিকে এগোচ্ছে, এতে করে জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় ক্রিকেটাররা সমস্যায় পড়বেন।

ক্রিকইনফোকে শাস্ত্রী বলেন, ‘ক্রিকেট যে সেদিকেই (আন্তর্জাতিক ক্রিকেট গুরুত্ব হারাচ্ছে) যাবে, এটা নিশ্চিত। আপনি আমাদের দেশের জনসংখ্যার দিকে তাকালে দেখতে পারবেন, দেশে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) মানুষ, অথচ মাত্র ১১ জন ভারতের হয়ে খেলে। বাকিরা কী করবে?’

‘বাকি ৬০-৭০ জন ক্রিকেটার আসলেই কী করবে? তাদের যদি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ থাকে, তাহলে তারা সেটা লুফে নেবে। এটা সাধারণ একটা বিষয়। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি না থাকলে, কেউ তাদের বঞ্চিত করতে পারবে না। তাহলে তাদের যাওয়া থেকে কে আটকাবে?’ যোগ করেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here