স্পোর্টস ডেস্কঃ এক বছরেরও বেশি সময় পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ভারত দল আজ ঘোষণা করা হয়েছে। ঘরের মাঠে ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া এই সিরিজ খেলা হচ্ছে না রুতুরাজ গায়কোয়াড়ের। আঙুলের ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম অংশেও তাকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে ভারত।
সুযোগ হয়নি হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের। দুজনকেই চোটের কারণে বিবেচনা করা হয়নি। পান্ডিয়া বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে। অন্যদিকে সূর্যকুমার চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকায়। তবে দুজনই মার্চে আইপিএল সুস্থ হয়ে ফিরবেন বলে জানা গেছে। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একমাত্র সিরিজটি আফগানিস্তানের বিপক্ষে খেলবে রোহিত-কোহলিরা।
আফগানিস্তান সিরিজে ভারতের টি-টোয়েন্টি দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান ভিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, কূলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post