স্পোর্টস ডেস্ক:: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে এক পরিবর্তন এনেছে ভারত। আইপিএল মিস করা লুকেশ রাহুল মিস করছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। তার বদলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দলে নিয়েছে ইষাণ কৃষাণকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে এ মাসের শেষের দিকে দেশ ছাড়বে ভারতীয় দল। আগেই দল ঘোষণা করেছিলো বিসিসিআই। রোহিত শর্মার দলে ছিলেন লুকেশ রাহুল। আইপিএলে ইনজুরিতে পড়েছিলেন তিনি।
১ মে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান লুকেশ রাহুল। শুরুতেই লখনৌ বিষয়টি কিছু না জানালেও শুক্রবার দলটি জানিয়েছে, তাদের অধিনায়ক আর মাঠে নামতে পারবেন না। পুরো আসরই মিস করছেন তিনি। তার সঙ্গে এবার যোগ হলো টেস্ট চ্যাম্পিয়নশিপও।
জানা গেছে, লুকেশ রাহুল প্রয়োজনী পরীক্ষা-নিরীক্ষা করাতে বর্তমানে মুম্বাইতে রয়েছেন। তার পায়ে অস্ত্রোপাচারও করা লাগতে পারে। ইংল্যান্ডে আগামি ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২৩ মে দেশ ছাড়বে ভারত দল। আইপিএলের প্লে-অফে ক্রিকেটাররা অবশ্য আইপিএল শেষ করেই লন্ডনে যাবেন।
ভারত দল:: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিস্কা রাহানে, কেএস বাহারাত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেদ যাদব, জয়দেব উদানকাট ও ইষাণ কৃষাণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post