স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। দুই দল চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি লড়াইয়ে নামবে। আর সেই সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।
টেস্ট দলে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব। টেস্ট ক্রিকেটে এখনও অভিষেক হয়নি সূর্যকুমারের। তবে এর আগে ডাক পেয়েছিলেন। এবার ফের একবার সুযোগ মিললো। টি-টোয়েন্টিতে উড়ন্ত ফর্মে রয়েছেন এই তারকা ব্যাটার। যার ফলে এবার টেস্টেও সেই আক্রমণাত্বক ব্যাটিং দেখার অপেক্ষা করতে পারেন সমর্থকরা।
এদিকে দলে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। বর্তমানে ইনজুরিতে আছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তবে দলে রাখলেও, খেলা নিয়ে সন্দেহ রয়েছে। মাঠে নামার আগে বিসিসিআইয়ের মেডিকেল টিমের স্বাক্ষর নিতে হবে। আঙ্গুলের চোট কাটিয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাও ফিরেছেন পুনরায় টেস্টে। সবশেষ বাংলাদেশ সফরে মিস করেছিলেন সিরিজ।
ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই নেই ঋষভ পন্ত। কেএস ভারতের পাশাপাশি সেই ব্যাকআপ আছেন ইশান কিষাণ। এছাড়া সহ-অধিনায়ক লোকেশ রাহুলও উইকেটকিপিংয়ের কাজটা ভালোই জানেন। ইনজুরি থেকে সেরে না উঠায় নাম নেই যশপ্রীত বুমরাহর।
নাগপুরে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ। দিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ ফেব্রুয়ারি, ধর্মশালায় তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ আর চতুর্থ ও শেষ টেস্ট ৯ মার্চ শুরু হবে আহমেদাবাদে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ১৮ সদস্যের ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত, ইশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post