স্পোর্টস ডেস্ক:: ভারতের দাবি মানলো না পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তানের নাম লিখা জার্সি দিয়েই খেলতে হচ্ছে ভারতকে। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লিখতে আপত্তি তুলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সমর্থন পায়নি দলটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিষয়টি মেনে নেয়নি। বাধ্য হয়েই তাই নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লিখে ভারত।
আগামিকাল থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে সংযুক্ত আরব-আমিরাতকেও সঙ্গে নিতে হয়েছে পাকিস্তানকে। কারণ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না সাফ জানিয়ে দেয়। নানা দেনদরবার শেষে সিদ্ধান্ত হয়, ভারত যেমন পাকিস্তানে যাবে না, তেমনি পাকিস্তানও ভবিষ্যতে ভারতে যাবে না। দুই দলের ম্যাচগুলো ‘নিরপেক্ষ’ ভেন্যুতে আয়োজন হবে।
এরপর ভারত নিজেদের অধিনায়ক রোহিত শর্মাকেও পাকিস্তানে পাঠায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের অফিসিয়াল ফটোসেশন ও সংবাদ সম্মেলন তাই শেষ পর্যন্ত বাতিল করে আইসিসি। তৃতীয় দফায় ভারত জার্সিতে পাকিস্তানের নাম লিখতে আপত্তি তুলে।
বহু পুরনো রীতি অনুযায়ী আইসিসি বা এসিসির বৈশ্বিক আসরগুলোতে অংশ নেওয়া দলগুলোর জার্সিতে আয়োজক দেশের নাম থাকে। সে হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতেও পাকিস্তানের নাম রাখে অন্য দলগুলো। কিন্তুু ভারত পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানায়। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, তাদের করার কিছু নেই, নিয়ম অনুযায়ী পাকিস্তানের নাম লিখতেই হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানায় বিষয়টি তারাও মানবে না। পাকিস্তানের নাম লিখতেই হবে।
অবশেষে ভারত পাকিস্তানের নাম লিখেই জার্সি তৈরি করেছে। সোমবার উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে, আয়োজক পাকিস্তানের নাম। মানে রোহিত-কোহলিরা পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেছেন যে, বোর্ড আইসিসির নিয়ম মেনে চলবে। ফলে, ভারত আইসিসির ইউনিফর্ম-সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০