স্পোর্টস ডেস্কঃ অবশেষে এসেছে চূড়ান্ত ঘোষণা। ভারত জাতীয় দলের কোচের পদে নিয়োগ পেলেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে আগে দুই বার চ্যাম্পিয়ন হয়েছিলেন গম্ভীর, এরপর সর্বশেষ আসরে শিরোপা জিতেছেন মেন্টরের ভূমিকায়। ফলে ৪২ বছর বয়সী এই কোচকে জাতীয় দলে দেখার আগ্রহ জানিয়েছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটাররা। এবার কোচের পদে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপজয়ী গম্ভীরের নাম।
গম্ভীরকে ভারতের কোচ বানানো নিয়ে এক বার্তায় জয় শাহ বলেন, ‘অনেক আনন্দের সঙ্গে গৌতম গম্ভীরকে ভারত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট দ্রুতই বিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তন খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে গৌতমের। পুরো ক্যারিয়ারে তিনি অসাধারণ সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাই আমি আত্মবিশ্বাসী যে ভারতীয় দলকে আরও সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে গৌতম বিশেষ ব্যক্তি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post