স্পোর্টন ডেস্ক:: আফগানিস্তানের ক্রিকেটারদের কত স্বপ্ন, বড় দলের বিপক্ষে টেস্ট খেলবেন। মর্যাদার টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার স্বপ্ন যেনো স্বপ্নই থেকে যাচ্ছে। ভারতের পানিতে ভাসছে তাদের সেই স্বপ্ন। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান নিজেদের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না।
ভিন্ন ভিন্ন দেশের মাঠকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে খেলছে দেশটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলার জন্য দ্বারস্থ হয়ে ছিলো ভারতের। দেরাদুন, লৌখনকে ভেন্যু হিসেবে চেয়েছিলো। ভারত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে টিকই।
তবে ভেন্যু হিসেবে দিয়েছে অনেকটা পরিত্যাক্ত নয়ডা স্পোর্টস কমপ্লেক্ষ। অল্প বৃষ্টিতেই যেখানে হাটুসমান পানি হয়। কাদায় একাকার হয়ে যায় মাঠ। প্রথম দুই দিন বলই মাঠে গড়ায়নি। তৃতীয় দিনও একই ভাগ্য। এদিন আর দীর্ঘ সময় অপেক্ষা করেননি আম্পায়াররা। দিনের শুরুতেই পুরো দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
তৃতীয় দিনে এসেও স্বপ্নের টেস্টে মাঠে নামা হয়নি আফগানিস্তানের। অথচ ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটি নিয়ে আফগানিস্তানের কত স্বপ্ন, কত পরিকল্পনা ছিলো সাজানো। সবই যেনো ফিকে হতে যাচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০