ভারতের পান্ডিয়া আছে, আমাদের সাকিব- শ্রীধরন

0
35

স্পোর্টস ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বে দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও বেন স্টোকস অন্যতম সেরা। দুজনই সমানতালে পারফর্ম করছেন দলের হয়ে। আর এই দুই তারকা অলরাউন্ডারের কাতারেই বাংলাদেশের সাকিব আল হাসানকে রাখলেন বাংলাদেশের টেকনিক‍্যাল কোচ শ্রীধরন শ্রীরাম।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে শ্রীধরন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার দলের খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ ৪ ওভার বোলিং করতে পারে, পাঁচ বা ছয় নম্বরে নেমে ব্যাটিং করতে পারে, এমনকি ছক্কাও মারতে পারে। এটা অমূল্য। হার্দিক পান্ডিয়া ও বেন স্টোকসের মতো কম খুব ক্রিকেটার আছে। যে দলে এই ধরনের ক্রিকেটার আছে তাদের দলটা ভারসাম্যপূর্ণ হয়। আমাদেরও সাকিব আছে। ৪ ওভার করতে পারে, টপ অর্ডারে ব্যাটিং করে।’

শ্রীধরন আরো বলেন, ‘সাকিব বুদ্ধিমান ক্রিকেটার। ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে মানিয়ে নিতে, প্রতিনিয়ত উন্নতি করতে হবে। আর এই কাজটায় সাকিব খুব ভালো।লম্বা সময় ধরে যারা ধারাবাহিকভাবে পারফর্ম করে, তার পেছনে সিক্রেট একটাই, তারা নিজেদের খেলার উন্নতি করে যায়। উন্নতির মধ‍্য দিয়ে বোলার বা ব‍্যাটসম‍্যানকে পরাস্ত করে। যদি সাকিব এটা করে, এর কৃতিত্ব তারই। এই জন‍্য সে ভালো একজন খেলোয়াড়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here