স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল ইতিমধ্যে চেন্নাইয়ে পৌঁছে গেছেন। ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের পুরোটা সময় তিনি থাকবেন স্টেডিয়ামে। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলেদের মতো কিংবদন্তীদের পাশে বসে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ সিরিজে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকেই এই সিরিজে ধারাভাষ্যের প্রস্তাব পান তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেট বা অন্য কোনো ব্যস্ততা না থাকায় বিসিসিআইয়ের প্রস্তাবে রাজিও হন। বাংলাদেশের ভারত সফরে দুই ফরম্যাটের সিরিজেই ধারাভাষ্য দেবেন তিনি।
এ নিয়ে তামিম ইকবাল বলেন, ‘বেশ কিছুদিন আগে প্রস্তাবটা পাই বিসিসিআই থেকে। বেশ ভালো প্রস্তাব মনে হয়েছে। এই সময়টায় আমার অন্য কোনো কাজ নেই। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা নেই। এজন্যই তখন রাজি হয়েছি, করে দেখি কেমন লাগে। ধারাভাষ্য দেওয়ার একটা ইচ্ছে তো সবসময় ছিলই। ভবিষ্যতে এটাই করব কি না, তা জানি না। তবে সবকিছু মিলিয়ে এবার সবদিক থেকে মিলে গেছে বলে এই সিরিজটা করছি।’
বিপিএলে ও ঘরের মাঠে তামিম ইকবাল আগে অবশ্য ধারাভাষ্য দিয়েছেন। তবে এবারই প্রথম দেশের বাইরে। তা ছাড়া আগের সময়গুলোতে অতিথি ধারাভাষ্যকার হিসেবে মিনিট দশেকের মতো ধারাভাষ্য দিতেন। এবার দিতে হবে পুরো ম্যাচে। এনিয়ে তামিম ইকবাল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সেটা ছিল আসলে নেট প্র্যাকটিসের মতো। নেটে ১০ মিনিট প্র্যাকটিস করেছি তখন। এখন পুরো ম্যাচ খেলতে হবে। তখন এত চিন্তাভাবনা ছিল না। মাঠে গিয়ে ঝটপট করে এসেছি। এবার যেহেতু পেশাদারভাবে করছি, অনেক কিছু ভাবতে হচ্ছে’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০