নিজস্ব প্রতিবেদক: ভারতের গোয়াহাটিতে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ফুটবল টুর্ণামেন্টে বরদুলাই ট্রফির ৬৪ তম আসরে খেলতে গেছে সিলেটের প্রথম বিভাগ ফুটবল লিগের ক্লাব বঙ্গবীর ওসমানি ফুটবল ক্লাব।
আজ বুধবার সকাল ১০টার দিকে দলটি ভারতের উদ্দ্যেশে সিলেট ত্যাগ করে।
ভারতের এই টুর্ণামেন্টটিতে বাংলাদেশ থেকে বরাবরই অংশগ্রহণ করা ঢাকা অাবহানী, মোহামেডান ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচির জন্য অংশগ্রহণ করতে পারছে না।
ভারতে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্ণামেন্টটিতে এবারের আসরে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছিল শুধু মাত্র ঢাকা আবহানী। তাদের পরিবর্তের এবার যাচ্ছে সিলেটের বঙ্গবীর ক্লাব।
উল্লেখ্য, বঙ্গবীর ক্লাবের এটাই প্রথম বিদেশ সফর।
গ্রুপ পর্বে বঙ্গবীর সিকিএমসের বিপক্ষে ২২ সেপ্টেম্বর প্রথম ম্যাচ, ২৪ সেপ্টেম্বর ইস্ট বেঙ্গল, এবং গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ গুয়াহাটির বিপক্ষে ২৬ সেপ্টেম্বর মাঠে নামবে বঙ্গবীর ক্লাব।
বঙ্গবীর ওসমানী ক্লাবের বিশ্বস্থ সূত্র এসএনপিস্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছে।
দলের গোল রক্ষক সোহেল আহমদ এসএনপিস্পোর্টসকে বলেন, খেলোয়াড়, কর্মকর্তা সহ ২৩ সদস্যের দলটি আজ গুয়াহাটি পৌছাবে।
দলের খেলোয়াড়রা হলেন: সুহেল, মুরশেদ, জামিল, ইমরান, সামাদ, মাজেদ, মুন্না, রিপন, অপু, সাদ্দাম, লিমন, টুটুল, সুহিন, ফরহাদ, রকিব এবং ইমরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪