স্পোর্টস ডেস্কঃ ইতিহাসের সবচেয়ে খরুচে ডেলিভারি দেখা গেলো তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে। মঙ্গলবার এবারের আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে সেলিম স্পার্টান্স ও চিপক সুপার গিল্লিস। এই ম্যাচে অভিষেক তানওয়ার নিজের শেষ ওভারের শেষ বলে খরচ করেন ১৮ রান! অবিশ্বাস্য এই লজ্জার রেকর্ড গড়েছেন ভারতের এই বোলার।
৬ বলে ছয় ছক্কা। এমনকী এক ওভারে ৩৭ রানের রেকর্ডও আছে। কিন্তু এক বলে ১৮ রান খরচ করতে দেখেছেন কখনো? ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম সবচেয়ে ‘দামী’ ডেলিভারি। যদিও সেটি তালিকার দুইয়ে আছে। এক বলে ২০ রান খরচ করার রেকর্ড আছে বিগ ব্যাশ লিগে। ২০১২/১৩ বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে ক্রিন্ট ম্যাকে এক বলে ২০ রান দিয়েছিলেন। এবার সেই বোলারের দেখানো পথে হাঁটলেন অভিষেক।
গত রাতে চিপকের বিপক্ষে শেষ ওভারে বল করছিলেন অভিষেক। প্রথম ৪ বলে ৬ রান দেন তিনি। কিন্তু এরপরই খেই হারিয়ে বসেন এই পেসার। শেষ ওভারের পঞ্চম ডেলিভারিটি নো বল করেন তিনি। ১ রান পায় সেলিম স্পার্টান্স। পরের বলটিও নো হয়। সঙ্গে ফ্রি-হিটে হয় ছক্কা। মোট ৭ রান হয়। এর পরেরটিও নো বল ঘোষণা করেন আম্পায়ার। সেই বলে হয় মোট ৩ রান। শেষ ওভারে নিজের চতুর্থ বলটিও বৈধ করতে পারেন নি অভিষেক। ওয়াইড থেকে ১ রান পায় প্রতিপক্ষ দল।
পরের বলটি অবশ্য বৈধ করেন অভিষেক। সেলিম স্পার্টান্সের ব্যাটার সঞ্জয় যাদব শেষ বলে ছক্কা মারেন। ইনিংসের এই শেষ বলে হয় মোট ১৮ রান। আগের পাঁচ বলে হয়েছিল মোট ৮ রান। এই ২০তম ওভারে হয় মোট ২৬ রান। সেই সঙ্গে ২১৭ রানে পৌঁছে যায় চিপক। শেষ পর্যন্ত তারা বড় জয় পেয়েছে। ৫২ রানের জয় পায় তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post