স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সোমবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। আগামী বুধবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দল।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক মিরাজুল ইসলাম ভারতের বিপক্ষেও গোলের ধারাবাহিকতায় থাকতে চান। ম্যাচে বদলি নামা এই ফুটবলার জানান, ‘খুবই খুশি লাগছে। আমি চেয়েছিলাম বাংলাদেশের মানুষের হাসি দেখতে, সেটা পেরেছি। এখন এই ধারা ধরে রাখতে চাই, ভারতের বিপক্ষে ম্যাচেও।’
ম্যাচের ৭১ মিনিটে বক্সের মধ্যে থাকা শাহিন মিয়ার পাস ডি বক্সের বাঁ-প্রান্তে থাকা মিরাজুল দখলে নিয়ে দেখেশুনে ঠান্ডা মাথায় শট নেন। শ্রীলঙ্কার গোলরক্ষক শেনবানুকা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে।
ম্যাচ শেষে মিরাজুল আরো বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি, ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু করার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০