ভারতের বিপক্ষে ইতিহাস গড়া জয়ে পুরষ্কার পাবে জ্যোতিরা

0
91

নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ডিএলএস মেথডে ৪০ রানের হারিয়েছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এই প্রথম ভারতকে হারানোর কীর্তি গড়েছে টাইগ্রেসরা। এছাড়া ঘরের মাঠেও ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় বাংলাদেশের নারীদের। মিরপুরের হোম অব ক্রিকেটে তাই নতুন ইতিহাস গড়েছে জ্যোতিরা।

আর সেই ঐতিহাসিক জয়ের জন্য পুরষ্কার পাচ্ছেন নারী দলের ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এখন দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই নারী দলকে আর্থিকভাবে পুরষ্কারের ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।

গণমাধ্যমকে এই প্রসঙ্গে সুজন বলেন, ‘বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। অবশ্যই কিছু না কিছু থাকবে। সচরাচর জিতলে এমনিতেই বোনাস থাকে। আর এ ধরনের জয়ে তো… অবশ্যই (পুরষ্কার) থাকবে আশা করি।’

এর আগে পাঁচ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত নারী দল। যার মধ্যে প্রতিবারই টাইগ্রেসদের হার দেখতে হয়েছে ভারতের কাছে। তবে এবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই সেই হারের গল্প থামিয়ে দিল বাংলাদেশ। এবার টাইগ্রেসদের নামের পাশেও জয় আছে।

এদিকে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে সপ্তম ম্যাচে এসে বাংলাদেশের নিজেদের প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। অপরদিক সাত ম্যাচ খেলে ভারতের প্রথম হার এটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here