ভারতের বিপক্ষে ওয়ানডে দলেও নেই জাহানারা-রুমানা

0
87

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে আজ। এদিনই ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের সেই সিরিজের দলে জায়গা হয়নি জাহানারা আলম ও রুমানা আহমেদের।

ভারতের সিরিজের জন্য প্রাথমিক দলে জায়গা হয়নি জাহানারা ও রুমানার। দুই অভিজ্ঞ তারকার কেউই ছিলেন না টি-টোয়েন্টির মূল দলে। এবার ওয়ানডে দলেও জায়গা হয়নি তাদের। এর মধ্যে রুমানা ছিলেন না সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তবে ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।

আগামী ১৬ জুলাই শুরু হবে বাংলাদেশ ও ভারত নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ১৯ ও ২২ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ওয়ানডে দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন এবং শামিমা সুলতানা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here