স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন জেরাল্ড কোয়েটজে। দক্ষিণ আফ্রিকার এই পেসার প্রথম টেস্টে চোট পান। দ্বিতীয় টেস্ট থেকে তাঁর ছিটকে যাওয়ার খবর শনিবার নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে আছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা-ভারত কেপ টাউন টেস্ট শুরু বুধবার। এই ম্যাচে চোটের কারণে এই টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাও। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই মাঠ ছাড়েন তিনি হ্যামস্ট্রিংয়ে টান লাগায়। নিয়মিত অধিনায়ক না থাকায় ক্যারিয়ারের শেষ টেস্টে দলকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন বাঁহাতি এই ব্যাটার।
কেপটাউনে দ্বিতীয় টেস্টে কোয়েটজের পরিবর্তে দলে আসতে পারেন পেসার লুঙ্গি এনগিডি। চোট কাটিয়ে উঠলেও প্রথম টেস্টে দলে জায়গা হয়নি তার। স্কোয়াডে আছেন আরেক পেসার উইয়ান মুল্ডার। উইকেট স্পিন সহায়ক হলে দলে আসতে পারেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজও। প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post