স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে পাকিস্তান ও ভারত। বৃষ্টির কারণে নির্ধারিত দিনে ম্যাচ শেষ করা যায়। আর তাই রিজার্ভ ডে’তে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই। তবে এই ম্যাচে দুঃসংবাদ শুনেছে পাকিস্তান শিবির। চোটের কারণে ম্যাচে আর বোলিং করা হচ্ছে না এই তারকা পেসারের।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার ম্যাচ শুরুর আগে হারিস রউফের না খেলার বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের পেস বোলিং কোচ মরনে মরকেল। সাইড স্ট্রেনের ইনজুরিতে ভূগে বোলিং করা আর হচ্ছে না হারিসের।
এমনিতেই পাকিস্তান দল ব্যাকফুটে। বোলাররা প্রত্যাশামতো পারফর্ম করতে পারছেন না। তার উপর নিয়মিত পেসার হারিসের না থাকা বেশ ভালোভাবেই ভোগাচ্ছে দলটিকে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ রান বের করে নিচ্ছে। পার্ট টাইম বোলার দিয়ে কাজ চালাতে হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সবশেষ সংগ্রহ ৪২ ওভারে ২ উইকেট ২৬৪ রান। বিরাট কোহলি ৬৩ ও লোকেশ রাহুল ৭৯ রান করে অপরাজিত আছেন। এর আগে বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হওয়া ম্যাচে, আগের দিনের করা ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান থেকে আবার পুনরায় ইনিংস শুরু করে ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা