ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

0
10

স্পোর্টস ডেস্ক:: সিরিজ নিশ্চিতের ম্যাচে ইংল্যান্ডকে চেপে ধরেছে সফরকারী ভারত। তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে রোহিত শমার দলের বিপক্ষে ১৭১ রানের টার্গেটে খেলতে নামা ইংল্যান্ড ৬০ রানেই মধ্যেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১২ ওভারে ৬ উইকেটে ৬৯ রান। মঈন আলী ও ডেভিড উইলি বিপর্যয় ঠেকিয়ে হার এড়ানোর চেষ্টা করছেন। ১৭ রানে মঈন আলী ও ২ রানে ডেভিড উইলী অপরাজিত আছেন।

১৭১ রানের টার্গেটে খেলতে নামা ইংল্যান্ড শুরুতেই উইকেট হারায়। ভুবনেশ্বর কুমারের শিকারে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেন ওপেনার জেসন রয়। দলীয় ১১ রানের মাথায় ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলেই দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। আরেক ওপেনার জস বাটলার ফিরেন ৪ রানেই। দ্রুত উইকেট হারাতে থাকা দলটি দশম ওভারের দ্বিতীয় বলেই হারায় ষষ্ঠ উইকেট। দলীয় ৬০ রানের মাথায় সাজঘরে ফিরেন স্যাম কুরান। ২ রান করেন তিনি।
তার আগেই ব্যক্তিগত ১৯ রানে ডেভিড মালান, ১৫ রানে লিয়াম লিভিংস্টন, ৮ রানে হ্যারি ব্রুকস ফিরেন সাজগরে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত রবীন্দ্র জাদেজার লড়াকু ব্যাটে ৮ উইকেটে ১৭০ রান তুলতে সমর্থ হয় নির্ধারিত ওভারে। দুই ওপেনারের ব্যাটে ৪৯ রানের উদ্বোধনী জুটি পায় দলটি। তিন চার ও দুই ছয়ে ২০ বলে ৩১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। চার চার ও এক ছয়ে ১৫ বলে ২৬ রান করেন আরেক ওপেনার ঋশভ পন্থ। ১৫ রান করেন সূর্যকুমার যাদব।

১২ রান করে আসে দিনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। ১৩ রান করেন হার্শেল প্যাটেল। ফর্মহীন বিরাট কোহলি করেন মাত্র ১ রান। ২৯ বলেপাঁচ চারে ২৯ বলে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ৪টি ও অভিষিক্ত রিচার্ড গ্লিসন ৩টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here