স্পোর্টস ডেস্ক:: প্রথমবার সুযোগ পেয়েছেন টেস্ট দলে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন জাকের আলী অনীক। লঙ্গার ভার্সনে বেশ কিছু দিন থেকে ধারাবাহিক পারফর্ম করছিলেন। অবশেষে টেস্ট দলে সুযোগ পেয়ে ভারতে ভালো করার অপেক্ষায় হবিগঞ্জের এই তরুণ ব্যাটার।
মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শেষে শুক্রবার জানিয়েছেন টেস্ট দলে ডাক পাওয়ার প্রতিক্রিয়া। ভালো লাগছে জানিয়ে অনীক বলেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই।’
ভালো করার চেষ্টা করবেন জানিয়ে তিনি বলেন, ‘স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স।
ভারতীয় বোলারদের খেলার পরিকল্পনা করছেন জানিয়ে বলেন, ‘তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।’
ভারতের বিপক্ষে দল ভালো করবে জানিয়ে এই তরুণ আরো বলেন, ‘যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গেছে, সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমার মনে হয়, এই বছর আমাদের চেষ্টা থাকবে, যেটা আমরা দল হিসেবে আগে কখনো করতে পারিনি, সেটা করার চেষ্টা থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০