স্পোর্টস ডেস্ক:: ভারতের বিপক্ষে দ্বিতীয় এক দিনের ম্যাচে বড় স্কোর গড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শিখর ধাওয়ানের দলের বিপক্ষে ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ শততম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে ছিলেন। শততম এক দিনের ম্যাচটি তিনি রাঙিয়েছেন শতক দিয়েই।
ইতিহাসের দশম ক্রিকেটার হিসেবে শাই হোপ শততম ওয়ানডেতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। ইনিংসের ৪৫তম ওভারে চাহালের চতুর্থ বলটি ছক্কায় উড়িয়ে সেঞ্চুরি করেন এই ব্যাটার। ১২৫ বলে আট চার ও দুই ছয়ে সেঞ্চুরি করেন তিনি। ১১৫ রানের ইনিংস খেলেছেন ১৩৫ বলে আট চার ও তিন ছক্কায়।
এক দিনের ক্রিকেটে ১০০ ম্যাচে শাই হোপের সংগ্রহ ৪ হাজার ১৯৩ রান। ১৩টি সেঞ্চুরির সঙ্গে আছে ২০টি হাফ সেঞ্চুরি। ৫০’র বেশি গড়ে রান তুলছেন ওয়ানডেতে। এক দিনের ক্রিকেটে শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো দশ ব্যাটারের চারজনই ক্যারিবিয়ান। স্বাগতিকদের দেওয়া ৩১২ রানের টার্গেটে ব্যাট করছে ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০