স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ড ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৮ অগাস্ট। এরপর ২০ অগাস্ট এবং ২৩ অগাস্ট যথাক্রমে হবে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটা ম্যাচই খেলা হবে মালহাইডে।
আসন্ন এই সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফিওন হ্যান্ড। কব্জির চোট সারিয়ে দলে ফিরলেন গ্যারেথ ডেলানি। এদিকে ভারত তাদের দল আগেই ঘোষণা করেছে।
ভারত ডাক পেয়েছেন রিঙ্কু সিং। সবশেষ আইপিএলের পর থেকেই তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়ার দাবি উঠতে থাকে জোরেশোরে। ওই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৪৯.৫২ স্ট্রাইক রেট ও ৫৯.২৫ গড়ে দলের সর্বোচ্চ ৪৭৪ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।
ভারতের পেস বোলিং আক্রমণে প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও আভেস খানদের মতো তরুণদের সুযোগ করে দেয়া হয়েছে। দলে স্পিনার হিসেবে আছেন রবি বিষ্ণই ও ওয়াশিংটন সুন্দর। আইপিএল মাতানো জস্বভী জয়সওয়ালকে দলে রাখা হয়েছে। উইকেটরক্ষক হিসেবে আছেন সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা।
আয়ারল্যান্ড দল-
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়েরকম, বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।
ভারত দল-
জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।
আয়ারল্যান্ড ও ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১৮ অগাস্ট: প্রথম টি-টোয়েন্টি (মালাহাইড)
২০ অগাস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি (মালাহাইড)
২৩ অগাস্ট: তৃতীয় টি-টোয়েন্টি (মালাহাইড)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post