নিজস্ব প্রতিবেদকঃ চলতি মাসের শেষ দিকেই ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট ক্রিকেট গ্রাউন্ড-২, এই দুই মাঠ মিলিয়ে হবে পুরো সিরিজ।
আর সিরিজ খেলতে প্রায় এক সপ্তাহ আগেই সিলেটে পৌঁছেছেন নারী দলের ক্রিকেটাররা। শনিবার সকালের দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পা রাখেন নিগার সুলতানা জ্যোতিরা। সিলেট এম জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল গ্র্যান্ড সিলেট অ্যান্ড রিসোর্টে চলে যান তারা। রোববার থেকেই অনুশীলন শুরু করার কথা রয়েছে তাদের।
আগামী ২৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে। ফ্লাড লাইটের আলোতে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে। একই সময়ে একই মাঠে ৩০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। হরমনপ্রীতদের সাথে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেট ক্রিকেট গ্রাউন্ড-২’এ। আর ২ মে সেই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একই মাঠে, একই সময়ে ৬ মে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। আর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হবে ৯ মে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোতে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে।
এর আগে গেল বছর বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এসেছিল ভারত নারী দল। টি-টোয়েন্টি সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতলেও, ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post