স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় দল ঘোষণা নিয়ে বেশ নাটকই হলো। ফাহামিদুলের বাদ পড়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ভারতের বিমানে উঠেছে বাংলাদেশ দল। ভারতের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পরই বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলের তালিকা এসেছে গণমাধ্যমে।
আজ সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভারতের বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি ২৫ মার্চ শিলংয়ে অনুষ্টিত হবে। সৌদী আরবে ক্যাম্প করা দল থেকে বাদ পড়েছেন ফাহামিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজ উদ্দিন। ফাহামিদুল যে দলে নেই সেটি গতকালই জানিয়ে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
প্রত্যাশিত ভাবেই দলে আছেন সেরা তারকা হাজমা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই তারকাকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই বাংলাদেশ দলে। দলের সঙ্গে ভারতের বিমানে উঠেছেন হামজা চৌধুরীও। কোচ ক্যাবরেরা দলে তিন গোলরক্ষকের সঙ্গে রক্ষণভাগে সাতজন, আক্রমণভাগে পাঁচজন, মধ্যমাঠের জন্য নয়জনকে রেখেছেন।
ভারত ম্যাচের বাংলাদেশ দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন। মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০