স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্লাব এটিকে মোহনবাগান এক বড় চমক দিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাবটি দলে ভিড়িয়েছে ফ্লোরেন্তিন পগবাকে। যিনি কিনা সময়ের অন্যতম সেরা তারকা পল পগবার বড় ভাই। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মোহনবাগান।
সেপ্টেম্বরে এএফসি এশিয়ান ক্লাব কাপের সেমি ফাইনাল খেলবে মোহনবাগান। এর আগেই নিজেদের শক্তি বাড়িয়ে নিল দলটি। জন্ম গিনিতে হলেও, ফ্রান্সেই বেড়ে ওঠেন ফ্লোরেন্তিন। সেখানকার ক্লাবের হয়ে খেলেছেন ফরাসি লিগ ওয়ান। ২০১৭ সালে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিজের ভাই পল পগবার বিপক্ষেও মাঠে নেমেছেন সাঁত এতিয়েন ক্লাবের হয়ে।
তবে ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেন জন্মস্থান গিনি জাতীয় দলের হয়েই। ২০১০ সালে ১৯ বছর বয়সেই গিনির হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ফ্লোরেন্তিনোর। মোহনবাগানে যোগ দেওয়ার আগে সবশেষ ফরাসি ফুটবলের দ্বিতীয় সেরা লিগ, ফ্রেঞ্চ লিগ টু’তে এফসি সোশু-মোবেলিয়াহারের হয়ে খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা