ভারতের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ

0
55

নিজস্ব প্রতিবেদকঃ সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত লড়াই গোলশূন্য ভাবে শেষ হয়েছে। দুই ম্যাচ শেষে উভয় দলের সংগ্রহ ৪ পয়েন্ট। গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে ভারত বেশ এগিয়ে।

রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ড্র’য়ের ফলে দু’দলই বাঁচিয়ে রেখেছে ফাইনালে খেলার স্বপ্ন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল ভারত।

আসরে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান দুইয়ে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে নেপাল। ২ হারে তলানিতে ভুটান।

রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ মুখোমুখি হবে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ভূটানের। একই দিন ভারত লড়বে নেপালের বিপক্ষে। ঐ দিন চার দলের ম্যাচের পরই জানা যাবে, কারা টিকিট পাচ্ছে ফাইনালের।

নেপালের বিপক্ষে খেলানো একাদশটা আজও অপরিবর্তিত রাখেন কোচ গোলাম রব্বানী। আগের ম্যাচে চোট পাওয়া অধিনায়ক শামসুন্নাহারকে নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাঁকে রেখেই একাদশ সাজান কোচ। কিন্তু আজ শামসুন্নাহার তেমন কিছু করতে পারেননি।

ভারত প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে চাপে রাখে বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে সেই ধারা অবশ্য বজায় থাকেনি। আর লাল-সবুজ জার্সিধারীদের গোলরক্ষক রুপনা চাকমা ছিলেন নিরেট দেয়াল হয়ে। তাকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি সুমতি কুমারি-সুনিতা মুন্ডা-নেহাদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here