নিজস্ব প্রতিবেদকঃ ২৪ ঘন্টারও কম সময় আছে, সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রোববার থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজে ঘুরে ফিরেই আসছে অতীতের প্রশ্ন। এমনিতেই ভারত-বাংলাদেশ ম্যাচে উত্তেজনার শেষ নেই। তার উপর সবশেষ বাংলাদেশ সফরে যা কাণ্ড ঘটিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর, সেটার রেশ রয়ে গেছে এখনও।
যদিও এগুলো নিয়ে ভাবতে চান না বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টাইগ্রেস তারকার মধ্যে যেগুলো অতীত, সেগুলো অতীতই। নতুন করে ভাবতে চান সবকিছু। ভারত দল যে বাংলাদেশকে প্রশংসা করেছে, সেটা শুনতে ভালো লাগছে টাইগ্রেসদের অধিনায়কের। বিশ্বকাপে বর্তমান ভারত দলটাই খেলতে আসবে। তাই তাদের বিপক্ষে ভালো করে নিজেদেরকে ঝালিয়ে নিতে চান জ্যোতিরা। সব মিলিয়ে ভালো শুরু করার দিকেই নজর বাংলাদেশের।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘জানি না যেটা আপনি বললেন, রাইভারলির কথা। অতীতে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু হোয়াট এভার হ্যাপেনড, হ্যাপেনড। ওটাতে আমরা বসে নাই। কিন্তু শুনতে ভালো লাগছে যে, তারা বলতেছে আমরা আগের থেকে অনেক ম্যাচিউরড টিম। এর মানে হচ্ছে তারা আমাদের হালকাভাবে নেয়নি অবশ্যই।’
জ্যোতি আরও বলেন, ‘আমি যেটা চিন্তা করছি এটা সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত একটা ভালো দল। তারা কিন্তু ফুল প্যাকেজ নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে মোটামুটি তারা এই দলটাই খেলাবে। ওদের জন্য একটা ভালো প্রস্তুতি, আমাদের জন্যও। ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং টিমটাকে যে কঠিন সময় পাড় করে এসেছি, সেটা থেকে কামব্যাক করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
‘সুতরাং আমাদের জন্য এটা বড় সুযোগ। সিলেটের মাঠ, এখানে আমাদের অনেক বড় অর্জন নাই হয়তো। কিন্তু ভালো ক্রিকেট খেলার কিছু ভালো মেমরি আছে। সেগুলোকে নিয়েই ইন শা আল্লাহ চেষ্টা থাকবে। আর কালকের ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post