ভারতের সিরিজ জয়

0
65

স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজ-ভারত দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ায় প্রথম টেস্টের ফলাফলই সিরিজের পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম টেস্টে দাপুটে জয় পায় রোহিত শর্মার দল। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।

ডমিনিকায় রেকর্ড ব্যবধানে জেতে টেস্ট সিরিজে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় টেস্টে কিছুটা লড়াইয়ে ফেরে উইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত আর এই ম্যাচের ফল হয় নি। ত্রিনিদাদে পঞ্চম দিনে এসে বৃষ্টির কারণে ড্র হয়েছে ম্যাচ। ফলে সিরিজ জিতে নিয়েছে ভারত।

উইন্ডিজের বিপক্ষে এই নিয়ে টানা ৯টি সিরিজ জিতল ভারত। এর মধ্যে ক্যারিবিয়ানদের ঘরের মাঠেই জয় এলো টানা পঞ্চম সিরিজে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অবিশ্বাস্যভাবে এই নিয়ে টানা ২৫ টেস্ট জয়বিহীন উইন্ডিজ।

আগে ব্যাট করে ৪৩৮ রানে অল আউট হয়েছিল ভারত। জবাবে উইন্ডিজের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ২৫৫ রানে। ১৮৩ রানে এগিয়ে থাকা ভারত ২ উইকেটে ১৮১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। বড় লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে ক্যারিবীয়রা।

শেষ দিন জিততে হলে ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট আর উইন্ডিজের ২৮৯ রান। যদিও বৃষ্টি এর কোনোটাই হতে দিল না। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে দু’দল। ইতোমধ্যে ৫০ ওভারের সিরিজের দল ঘোষণা করা হয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here